পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : পুলিশি তদন্তে এখনও ফরহাদ মজহারকে অপহরণের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। গতকাল শনিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান। আইজিপি বলেন, এখন পর্যন্ত তদন্তে ফরহাদ মজহার অপহরণ হয়েছিলেন এমন কোনও তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে। আলোচনা সভায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে পুলিশ প্রধান বলেন, হলি আর্টিজানের ঘটনার পর এখন পর্যন্ত ২১টি অভিযান হয়েছে। এসব অভিযানে জঙ্গিরা কোণঠাসা ও দুর্বল হয়েছে। ঢাকা শহরে তাদের আর সংগঠিত হওয়ার শক্তি নেই। এ কারণে তারা ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদের নজরদারিতে রেখেছি। গত ৩ জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হওয়ার পর অপহৃত হন ফরহাদ মজহার। তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে র্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় ও আদালত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।