Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কমন্ত্রী গেলেন, আবারো দখলবাজির খপ্পরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মো: শামসুল আলম খান, বিশেষ সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনে একদিনের জন্য দখলবাজির খপ্পর থেকে নিস্তার মিলেছিল ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চারলেনের সূচনা পয়েন্ট চরপাড়া মোড়। উচ্ছেদ হয়েছিল অবৈধ সিএনজি, মাহেন্দ্র স্ট্যান্ড। গুটিয়ে নেয়া হয়েছিল চা, পান আর সিগারেটের অর্ধ শতাধিক দোকান। কিন্তু গত শুক্রবার দুপুরে মন্ত্রী ময়মনসিংহ ঘুরে যাবার পরই আবারো শুরু হয়েছিল দখলবাজির মচ্ছব। মহাসড়ক তো বটেই নগরীর গুরুত্বপূর্ণ এ পয়েন্টে দখলবাজির কারণে পায়ে হেঁটে চলারও কোন জো নেই। মাত্র একদিনের ব্যবধানে মহাসড়কের এ পয়েন্টে দখলবাজির এমন চিত্র দেখা গেছে গতকাল দুপুরে।
জানা গেছে, ক্রমশ ছোট হয়ে আসছে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চরপাড়া এলাকা। জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের চরপাড়া মোড় পর্যন্ত মহাসড়ক চারলেনের উন্নীত হলেও এ চরপাড়া পয়েন্টে সড়ক দখলের রীতিমতো মহোৎসব চলছে। মহাসড়কের দু’পাশ দখল করে এলোপাতাড়িভাবে গড়ে উঠেছে হরেক রকমের দোকান। তাদের খপ্পড়ে পড়েই মূলত চার লেন মহাসড়কের এ পয়েন্ট হয়ে উঠেছে কার্যত দুই লেন! শুধু তাই নয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকের সুন্দর ফুটপাতও চলে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কজায়।
অধুনালুপ্ত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরামদায়ক, সহজতর, নিরাপদ ও যানজটমুক্ত করতে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭দশমিক১৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করতে ৯’শ ২ কোটি ২২ লাখ ৩৭ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়।
বছর কয়েক আগে এ মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়। ময়মনসিংহ নগরীতে এ মহাসড়কের সূচনা পয়েন্ট চরপাড়া মোড়। কিন্তু মহাসড়কের এ পয়েন্টটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হওয়ায় সেখানে বিপরীত দিকে রয়েছে সারি সারি ওষুধের দোকান।
ঘুরে দেখা গেলো, এসব ওষুধের দোকান আর উল্টো দিকের হাসপাতাল গেটের সামনে থেকে প্রায় আধা কিলোমিটার মহাসড়কে চলছে নজিরবিহীন দখলবাজি। ময়মনসিংহ পৌরসভার নির্মিত ফুটপাত দখল করে গড়ে উঠেছে টঙ দোকান, মুদি দোকান নয়তো খাবারের হোটেল।
সূত্র মতে, সড়কমন্ত্রীর ময়মনসিংহে আগমনকে ঘিরে বৃহস্পতিবার উচ্ছেদ হয়েছিল অবৈধ সিএনজি, মাহেন্দ্র স্ট্যান্ড, টঙ দোকান আর খাবারের হোটেল। শুক্রবার দুপুরে চারলেনের এ মহাসড়কের দু’পাশে সব রকমের অবৈধ স্থাপনা থেকে মুক্ত হয়ে ঠিকঠাক চললেও মন্ত্রীর প্রস্থানের পর পরই পাল্টে যেতে শুরু দৃশ্যপট।
পুরনো স্টাইলেই এখানকার মহাসড়কের এক পাশ চলে যায় সিএনজি, মাহেন্দ্র স্ট্যান্ডের দখলে। আর দু’পাশেই লম্বালম্বিভাবে আবারো বসে যায় প্রায় অর্ধ-শতাধিক চা বা পান-সিগারেটের দোকান।
চোখের সামনেই দখলদাররা আবারো গিলে খেতে শুরু করেন সড়ক ও ফুটপাত। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এক শ্রেণির লোক ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরাই ফুটপাত ও সড়ক ভাড়া দিয়ে আবারো শুরু করেন এমন বাণিজ্য। গতকাল দুপুরে নগরীর চরপাড়া মোড়ে অবস্থান করে দেখা গেলো এমন চিত্রের।
সূত্র জানায়, সড়কমন্ত্রীর ময়মনসিংহে আগমনকে ঘিরে দখলবাজদের খপ্পর থেকে বেরিয়ে ঝকঝকে মহাসড়ক তার সৌন্দর্য ফিরে পায়।
নগরীর চরপাড়া মোড় এলাকার ষাটোর্ধ্ব শামসুল হক নামের এক প্রবীণ বলেন, ‘মন্ত্রী যাবার পরেই সেই পুরনো চেহারাই ফিরে এলো চরপাড়া মোড়ে। অনেক দিন পর বৃহস্পতিবার হাঁটতে পেরেছিলাম। একদিন পরেই আবারো সেই সীমাহীন দুর্ভোগ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের খানিক অদূরেই মহাসড়ক দখল করে গড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ডের এক নিয়ন্ত্রক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহাসড়ক থেকে উঠিয়ে দিলে আমাদের যাওয়ার কোন জায়গা নেই। প্রশাসন, ক্ষমতাসীন দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেই আবার আমরা এখানে ফিরে এসেছি।’
জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, মহাসড়কের দু’পাশ দখল করা অবৈধ দখলদারদের সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত, এ মহাসড়ককে চার লেনে উন্নীত করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ক’বছর বিরামহীন গতিতে ছুটেছেন। কথা নয়, কাজে বিশ্বাসী এ মন্ত্রীর নিবিড় খেয়াল-খোঁজ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেও দখলবাজদের দৌরাতেœর কারণে এখন সৌন্দর্য হারাচ্ছে ঝকঝকে এ মহাসড়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ