Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রীসহ গ্রেফতার ৩

র‌্যাব-৭ এর অভিযান

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর খুলশী, বায়েজিদ এবং জেলার ফটিকছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সালাউদ্দিন কাদের (৩৫), মোঃ ইমন উদ্দিন (২১) ও মোঃ আবু তালেব ওরফে ছোটন (২৫)। উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি চ্যানেল ব্যাংক/গেটওয়ে-১০টি, ২টি ফ্লেক্সিলোড সার্ভার, ৬টি টিপি লিংক রাউটার, ১টি ডি-লিংক রাউটার, ২টি কী-বোর্ড, ১টি মাউস, ৪টি পেনড্রাইভ, ১২টি ইন্টারনেট মডেম, ৮টি ল্যাপটপ, ১১টি এয়ার কুলার, ২টি সুইচ, ১টি ট্যাব, ৮টি বিভিন্ন ক্যাবল, ১৩টি বিভিন্ন চার্জার, ১৩৯টি জিএসএম এ্যান্টিনা, ১২টি মোবাইল সেট এবং বিভিন্ন কোম্পানির সীমকার্র্ড-৮৮১৬টি। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ