Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈয়্যবিয়া মাদরাসার প্রথম বর্ষের সবক অনুষ্ঠান সম্পন্ন

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আনজুমান ট্রাস্ট পরিচালিত বন্দর তৈয়্যবিয়া ফাযিল মাদরাসার আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠান গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরবি প্রভাষক এ এস এম জলাল উদ্দিন ফারুকী, অধ্যাপক জসীমুদ্দীন মোহাম্মদ ইকবাল, আরবি প্রভাষক মুহাম্মদ আবুল হাছানাত আলকাদেরী, ইংরেজি প্রভাষক মুহাম্মদ আমির আলী, আরবি প্রভাষক মোশাররফ হোসাইন, আরবি প্রভাষক মুহাম্মদ মুজিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক আলতাফ ফিরোজ মন্ডল, অর্থনীতি প্রভাষক মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা ইউনুস তৈয়্যবি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, সময় জ্ঞান ও অধ্যবসায়ই একজন শিক্ষার্থীকে সাফল্যের স্বর্ণ শিখরে উপনীত করে। শিক্ষার্থীদের আগামী দিনে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠতে সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ