Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে আ’লীগ জনগণের আস্থা অর্জন করেছে - এমপি বি এইচ হারুন

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বলেছেন, শিক্ষাসহ সকল ক্ষেত্রে তৃনমূল পর্যায়ে ব্যাপক উন্নয়নের মাধ্যমে আ’লীগ জনগনের আস্থা অর্জন করেছে। এসব উন্নয়ন দেশে বিএনপি হতাশ, তাই তারা নানা যড়যন্ত্র করেও কোনকিছুই করতে পারেনি। বিএনপি দশম সংসদ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছিল। তারা নানা ষড়যন্ত্র করেও তা পারেনি। তিনি বলেন, এই নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না। শনিবার সকালে ঝালকাঠির কাঠালিয়ার শহীদরাজা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার একটি উন্নয়নমুখী বাজেট দিয়েছে দাবি করে বিএইচ হারুন বলেন, গত দুই দফায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়ন বান্ধব বাজেট দাবি করে তিনি বলেন. বাজাটের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে আরো উন্নয়ন করা হবে। এসব উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি হারুন বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। আগামীতেও ইনশাআল্লাহ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমুয়া ব্রীজ নির্মাণসহ রাজাপুর ও কাঠালিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসব এলাকায় পায়ে হাটাও যেত না, সেসব এলাকায় এখন পাকা রাস্তা ও বিদ্যুৎসহ উন্নয়নের কারনেই মানুষ নৌকায় ভোট দিয়ে জয়ী করবে। মাদকমুক্ত বন্ধুবন্ধুর আর্দশে সঠিকভাবে লেখাপড়ার আহবান করেন এমপি হারুন। কলেজের অধ্যক্ষ মো. আবুল বসার বাদশার সভাপতিত্বে মো. গোলাম কিবরিয়া সিকদার, মো. মজিবুল হক কামাল, এমাদুল হক মনির, ফাতেমা খানম, রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, মুক্তিযোদ্ধা মো. নুরুল হক চাঁন জমাদ্দার, অধ্যাপক মো. নাজির হোসেন, মো. জেনিব সিকদার, শিক্ষার্থী নির্ঝর সাহা সাম্য, তপু দাস, সাম্মী আক্তার প্রমূখ। সভাশেষে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হিসাবে মো. আবুল বসার বাদশা, উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসাবে মোহাম্মদ আবদুল হালিম ও বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ক্রেষ্ট তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ