Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে প্রকাশ্যে ডাকাতি করতে গিয়ে গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদী জেলা শহরে প্রকাশ্য দিনদুপুরে ডাকাতদের হাতে খুন হয়েছে দীপ্তি রানী ভৌমিক (৫০) নামে এক গৃহকর্ত্রী। ডাকাতরা ডাকাতি করতে গিয়ে দীপ্তি রানীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে। বাসার আলমিরা ও সুটকেস ভেঙ্গে কাপড়-চোপড় তছনছ করে ফেলে রেখে গেছে। গতকাল শনিবার বেলা ২ টায় শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার গোপীনাথ জিউর আখড়াধাম সংলগ্ন হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলার ভাড়াটিয়া প্রদীপ ভৌমিকের বাসায় এই ঘটনাটি ঘটেছে।
মহল্লাবাসী সূত্রে জানা গেছে, শহরের হরিপদ সাহার বহুতল ভবনের ৫ম তলায় প্রদীপ ভৌমিক নামে এক কাপড়ের ব্যবসায়ী স্ব-পরিবারে ভাড়ায় থেকে শেখেরচর বাজারে কাপড়ে ব্যবসা করে। শনিবার সকালেই প্রদীপ ভৌমিক তার ব্যবসার কাজে বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর পরই তার ছেলে স্কুলে চলে যায়। বাসায় থাকে শুধুমাত্র দীপ্তি ভৌমিক। বেলা ২ টার দিকে ভবনের পঞ্চম তলার বাসাটিতে হুড়মুড় ও গোঙ্গানীর শব্দ শুনে নিচতলার বাসিন্দারা উপরে উঠে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় আসবাবপত্র, কাপড়চোপড় ইত্যাদি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। অপর কক্ষে গিয়ে দেখে দীপ্তি ভৌমিকের গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। দীপ্তি রানী ভৌমিককে কেন খুন করা হয়েছে এবং বাসা থেকে কি পরিমাণ টাকা পয়সা, স্বার্ণালংকার বা মালামাল লুণ্ঠিত হয়েছে এ মর্মে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। হত্যাকান্ডের পর খবর পেয়ে দীপ্তি ভৌমিকের স্বামী প্রদীপ ভৌমিক বাসায় ফিরে এলেও তিনি ছিলেন একেবারেই হতভম্ব। তিনি তাৎক্ষনিকভাবে কাউকেই কিছু বলতে পারেননি। প্রকাশ্য দিনদুপুরে এই হত্যাকান্ডের পর মহল্লায় ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। এব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, বিষয়টি একটি হত্যাকান্ড। তবে মহল্লাবাসীরা জানিয়েছে, এই এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছে। তারা আরো জানিয়েছে, বছর দুয়েক পূর্বে দেশ প্রিয় রোড থেকে বস্তাবন্দি খন্ডিত লাশ উদ্ধার করা হয়। এই লাশের পরিচয় এবং হত্যাকারীদের আজও সনাক্ত করা সম্ভব হয়নি। এর আগেও কাপড়ের দোকানের এক কর্মচারীকে গদিতে গিয়ে গলাকেটে হত্যা করে। এর আগেও এক কাপড় ব্যবসায়ীকে একই কায়দায় গলা কেটে হত্যা করে। সেই ঘটনারও কোন সুরাহা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ