বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে আন্ত:মাদরাসা প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা-২০১৭ শিরোনামে এ প্রতিযোগিতা জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে আরবি ভাষায় উপস্থিত বক্তৃতা ও ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান। গতকাল (শনিবার) আরবি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রতিযোগিদের প্রতিযোগিতার মাধ্যমেই এর উদ্বোধন হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর। এতে সভাপতিত্ব করবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।