বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাত : গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সোনিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে এক বখাটে। পৌর এলাকার কালীবাড়ির মোড়ে জে এস ডেন্টাল পয়েন্টে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়া ওই ডেন্টাল পয়েন্টে চাকরি করতে। জেলা সদর হাসাপাতাল সূত্র জানিয়েছে, হাতে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন থাকা সোনিয়ার অবস্থা সঙ্কটাপন্ন। তাকে ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বখাটে তানভীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোনিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মলাই মিয়ার মেয়ে। তানভীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ির মিজানুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তানভীর পালিয়ে গেছে। তার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। চিকিৎসাধীন সোনিয়া জানায়, কলেজ শেষে সে ওই পয়েন্টে দায়িত্ব পালনের জন্য যায়। এ সময় তানভীর এসে জানতে চায় কেন তার বাবা-মায়ের কাছে বিচার দিলাম। এক পর্যায়ে সে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গত কয়েকমাস ধরেই তানভীর তাকে উত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় ফোন করে সে বিয়ের প্রস্তাব দেয়। এসব বিষয় তানভীরের বাবা-মাকে জানানো হয়। বৃহস্পতিবার সকালে তানভীরের এক বোনের কাছে কথা বার্তার রেকর্ড দেয়া হয়। এতেই তানভীর ক্ষিপ্ত হয়। হাসপাতালের চিকিৎসক শাখাওয়াত হোসেন বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তার হাত ও মুখে উপুর্যপরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর থানার এস.আই বেলাল হোসেন জানান, মেয়েটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মেয়েটিকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।