Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনজিলা হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায়

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : জেলায় আনজিলা আক্তার নামে এক নারীকে হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
জেলার অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার দুপুর ১টার দিকে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মমিনুল ইসলাম, আব্দুল মজীদ, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।
রায়ে বলা হয় মৃত্যু না হওয়া পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাহাড় পুকুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে আনজিলা আক্তারকে ২০০৬ সালের ৯ মার্চ হত্যা করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মো. আব্দুল্লাহ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত আটজন সাক্ষী সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট বসনীয়া মো. আরিফুল।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী (পিপি) রেজওয়ানুল হক ফারুক।
ফারুক জানান, আসামিরা পূর্বের একটি মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ