Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমই ঋণ পাচ্ছে না উদ্যোক্তা

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংকের আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানির কারণে অর্ধেকের বেশি উদ্যোক্তা এসএমই ঋণ পাচ্ছে না বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। আর উদ্যোক্তাদের অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক ভালো না থাকলে, ঋণ দেয় না কোন ব্যাংক। নারীদের ক্ষেত্রে এই হয়রানি আরও বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ২০ শতাংশ ঋণ এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিতরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। চলতি বছরের ২৯ জুন এ বিষয়ে একটি সার্কুলারও জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে ১০ শতাংশ ঋণ নারীদের মাঝে বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। এসএমই ফাউন্ডেশনের মতে, দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আছে প্রায় ৭৮ লাখ। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫ লাখের বেশি। গত বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেয়েছে প্রায় ৩৪ লাখ উদ্যোক্তা। অভিযোগ আছে, অনেক ব্যাংকই কাগজপত্রের জটিলতায় ফেলে উদ্যোক্তারদের দূরে সরিয়ে দেয়। ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়ার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ