রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল এগারটায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি ও রশিদ বিহীন, প্রবেশ পত্রে অতিরিক্ত অর্থ ও আভ্যন্তরীন পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ আদায়সহ নানা অনিয়মের প্রতিবাদে মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস প্রদক্ষিন করে। শেষে আজ রবিবার সকাল এগারটায় একই দাবিতে উপজেলা পরিষদের সম্মুখে সর্বদলীয় জনগণের ব্যানারে মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষনা করে।
এসময় উপজেলা যুবলী গের সভাপতি জহিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি মো: শামীম, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: লিটন ফরাজি, বশিরুল আলম, উপজেলা ছাত্রলীগের সা:গঠনিক সম্পাদক শেখ সোহাগ, সোহেল আমিন,কলেজ ছাত্রলীগের নেতা ফাইয়াদ খান রাবিত,খাইরুল ইসলাম,নাজমুল ইসলাম ও রাজিব ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান উপলক্ষে কলেজে অতিথি হিসেবে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল‘র চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম, কলেজ পরিদর্শক ড. মো: লিয়াকত হোসেন থাকাকালীন সময়ে এ বিক্ষোভ প্রদর্শনের ঘটনাঘটে। বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমীনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, বোর্ড চেয়ারম্যান থাকায় আমি অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। তাই অপসারনের বিষয় আমি শুনিনি। তবে যে কেউ অপসারন চাইতে পারেন, এটা তাদের বিষয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।