Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কটিয়াদিতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা জিম্মি , উদ্ধারে গিয়ে ৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদিতে জনি নামে এক মাদকাসক্ত তার বাবাকে জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করেছে।
বাবাকে উদ্ধার করতে গিয়ে মাদকাসক্ত যুবকের হামলায় আহত হয়েছেন কটিয়াদি থানার ওসি মো. আবদুস ছালামসহ তিন পুলিশ কর্মকর্তা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদি পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই মাইন উদ্দিন ও এসআই মো. আবুল কালাম আজাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় জনির বাবা এমদাদুল হক মানিককে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাদকাসক্ত জনিকে (৩৮) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী এমদাদুল হক মানিকের মাদকাসক্ত ছেলে জনির অত্যাচারে তার পরিবার ও আশপাশের মানুষ অতিষ্ঠ। মঙ্গলবার গভীর রাতে জনি পশ্চিমপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠি নিয়ে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে জনি নিজের ঘরে এসে তার বাবাকে জিম্মি করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়।
কটিয়াদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, ভোর থেকে জনি তার বাবাকে জিম্মি করে রাখে। এক পর্যায়ে সে লাঠি ও লোহার রড দিয়ে নিজের বাবাকে পেটাতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার ও তার বাবাকে উদ্ধারে অভিযান চালায়। সকাল সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়।
এ সময় মাদকাসক্ত জনির এলোপাতাড়ি হামলায় আহত হন তিন পুলিশ কর্মকর্তা। এ ব্যাপারে কটিয়াদি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ