প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন দেশের বাইরে ছিলেন গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস। দেশে ফিরে তিনি আবারো অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন। তবে এবার যুব সমাজকে সচেতন করতে এবং মাদকাসক্ত থেকে রক্ষা করতে যাত্রা শিল্পের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেয়ার প্রতি বিনীত অনুরোধ করেছেন তিনি। অরুণা বিশ্বাস বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই শিল্প সংস্কৃতির প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। আমি মনে করি, দেশের যুব সমাজকে মাদকাসক্ত থেকে রক্ষা করতে, ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবশ্যই সরকারের উচিত যাত্রা শিল্পের প্রতি মনোযোগী হওয়া। দেশের প্রতিটি জেলায়, জেলায়, থানায় থানায় যেন যাত্রা প্রদর্শনী ঠিকভাবে করা যায়, সেভাবে সময়োপযোগী পদক্ষেপ নেয়া উচিত। যাত্রার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। তাই এটি করলে একদিকে যেমন আমাদের ঐতিহ্য যাত্রা রক্ষায় হয়, সেইসাথে যুব সমাজও ধ্বংসের হাত থেকে রক্ষা যায়।’ এদিকে দেশে ফিরে অভিনয়ে অরুণা নিয়মিত হলেও অভিনয়ের পাশাপাশি পরিবারকেও যথেষ্ট সময় দেবার প্রতি জোর দিয়েছেন তিনি। অরুনা বলেন, ‘সারা জীবনইতো অভিনয়ে সময় দিয়েছি। মানুষের মতো মানুষ করার জন্য সন্তানকেও একজন শিল্পীর যথাযথ সময় দেয়া উচিত। তাছাড়া পরিবারের সবাইকেই সময় দেয়া উচিত।’ অরুণা জানান, এখন এমন এমন চরিত্রে অভিনয়ের জন্য মাঝে মাঝে কিছু প্রস্তাব পান যেসসব চরিত্রে অভিনয়ের জন্য মন থেকে সায় দেয় না। আবার কিছু কিছু চরিত্রে কাজ করার প্রস্তাব পেলেও পারিশ্রমিক কম নেবার জন্য অনুরোধ করেন। যে কারণে অভিনয়েও আগ্রহ কমে গেছে। সবমিলিয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই অভিনয় করে যাচ্ছেন তিনি। অরুণা বিশ্বাস এরইমধ্যে শেষ করেছেন মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ও জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ সিনেমার ডাবিং-এর কাজ। সকাল আহমেদ’র নির্দেশনায় ‘রানী রাজ্য’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন তিনি। এদিকে নির্মাণ থেকে এখন একটু দূরে আছেন। বাজেট স্বল্পতার কারণেই তিনি দূরে আছেন বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।