Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জশাহীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:১৪ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে এলিনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ ভোরে উপজেলার মুরারিপুর এলাকার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মাসুম আলীকে (২৮) আটক করেছে পুলিশ।

জানা যায়, মাসুম আলী ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বছর তিনেক আগে পার্শ্ববর্তী কেশবপুরের মৃত রফিকুল ইসলামের মেয়ে এলিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্য ছিল মাসুমের।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাসুম। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে।

রাজশাহীর গোদাগাড়ীতে এলিনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ ভোরে উপজেলার মুরারিপুর এলাকার স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মাসুম আলীকে (২৮) আটক করেছে পুলিশ। জানা যায়, মাসুম আলী ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বছর তিনেক আগে পার্শ্ববর্তী কেশবপুরের মৃত রফিকুল ইসলামের মেয়ে এলিনা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে নানা বিষয়ে মনোমালিন্য ছিল মাসুমের। গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাসুম। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ