বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মূর্তি ও পাঠ্যসূচির চক্রান্ত প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে -মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী
স্টাফ রিপোর্টার: স¤প্রতিকালে ইসলাম ধর্ম নিয়ে এক শ্রেণীর নাস্তিকের উন্মত্ততা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের দৃষ্ঠতা এত দূর বেড়েছে যে তারা সংখ্যাগরিষ্ট মুসলিম দেশের পাঠ্যসূচী থেকে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ নামাজ, রোজা, আযান, অজু ইত্যাদি শব্দগুলো পর্যন্ত বাদ দিতে তৎপর। তারা নিজেদেরকে প্রগতিশীল ও মুক্তমনা জাহির করতে প্রতিনিয়ত স্বীয় ধর্মকে আক্রমণ করে মুরতাদ হচ্ছে। সূতরাং ইসলামের বিরুদ্ধে এদের বিষাদাগার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। গতকাল পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির এক সভায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে ৯৫ শতাংশই যে মুসলমান সে কথা সেক্যুলাররা বেমালুম ভুলে যান কিংবা জেনেও না জানার ভান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।