Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধনীতে অবিন্তা কবির ফাউন্ডেশনের আরেকটি স্কুল উদ্বোধন

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারায় মডেল স্কুল প্রতিষ্ঠা করেছে অবিন্তা কবির ফাউন্ডেশন। গত বুধবার মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট স্কুলটির উদ্ধোধন করেন। ঢাকা ছাড়াও নাটোরে এই ফাউন্ডেশনের আরও পাচঁটি স্কুল আছে। চলতি মাসের শেষে দিকে রাজধানীর বাসাবোতে আরো একটি স্কুল উদ্বোধনের কথা রয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মারসিয়া বার্নিকাট বলেন, এই ফাউন্ডেশনের জন্য যারা কাজ করছেন আমি তাদেরকে বলতে চাই বিশেষত অবিন্তার মা রুবাকে। এখানে সবাই খুব সৌভাগ্যবান কারণ তারা অবিন্তার রেখে যাওয়া পরিকল্পনা অনুয়ায়ী কাজ করছে যেটা আবিন্তা করে যেতে চেয়েছিল। আমি আশা করছি, এই স্কুলের মাধ্যমে অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে । গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত অবিন্তার ইচ্ছা ছিল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ করে দেয়া। আবিন্তা কবির ফাউন্ডেশন স্কুল উদ্ধোধনের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করে অবিন্তার ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলিগ্যান্ট গ্রæপের চেয়ারম্যান ও অবিন্তা কবির ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রুবা আহমেদ, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়েল রেইফম্যান, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর জেইনা জারুজেলস্কিসহ অন্যানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ