Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফটো সাংবাদিক ইমশিয়াত শরীফের মায়ের ইন্তেকাল

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মো: ইমশিয়াত শরীফের মা রাজিয়া সুলতানা (৫২) গত ৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্যামলীর শাহী মসজিদে বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে নিজ বাড়ি সিরাজগঞ্জে দাফন করা হয়। তিনি দুই ছেলে রেখে যান। উল্লেখ্য, তার বড় ছেলে ফটো সাংবাদিক মো: ইমশিয়াত শরীফ চীনে সাংবাদিকতায় স্কলারশিপ নিয়ে পিএইচডি করছেন। গত ৩ জুলাই মরহুমার ছোট ছেলের ১৩ মাস বয়সী একমাত্র মেয়ে আফিয়া ইবনাত শায়রার মৃত্যুশোকে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বার্তায় অ্যাসোসিয়েশনের সদস্য মো: ইমশিয়াত শরীফের মা রাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এওয়ান নিউজ পরিবারের গভীর সমবেদনা
এদিকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য মো: ইমশিয়াত শরীফের মা রাজিয়া সুলতানার মৃত্যুতে এওয়ান নিউজ পরিবারের পক্ষ থেকে এক বার্তায় গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ