Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণমাধ্যমকর্মীদের আরডিএ’র উকিল নোটিশ আরইউজের উদ্বেগ

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসিক প্লট নিয়ে দুর্নীতির চিত্র তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশ করায় সাংবাদিকদের ফৌজদারী মামলার হুমকি দিয়ে উকিল নোটিস প্রদান করেছে আরডিএ। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দ।
আরইউজে সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ এক বিবৃতিতে উল্লেখ করেন, স¤প্রতি আরডিএ কর্তৃপক্ষ প্লট বরাদ্দের নামে যে হরিলুট করেছে তা বিষদভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবর প্রকাশের পর থেকেই আরডিএ কর্তৃপক্ষ বিভিন্নভাবে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদাগার করে চলেছে। স¤প্রতি ফৌজদারি মামলার হুমকি দিয়ে রাজশাহীর স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিসে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের ঈঙ্গিত দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা স¤প্রতি এ ধরনের উকিল নোটিস পেয়েছেন।
এ ঘটনায় আরইউজে মনে করে, এ ধরনের হুমকি সাংবাদিকদের রুদ্ধ করার অপচেষ্টা মাত্র। আরইউজে নেতৃবৃন্দ মনে করেন, গণমাধ্যমে সত্য খবর প্রকাশ করায় আরডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্লট হরিলুটের চিত্র উন্মোচিত হয়েছে। তাই নিজেদের দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের ঢালাওভাবে উকিল নোটিস পাঠানো হয়েছে। এ অবস্থায় সাংবাদিক নেতৃবৃন্দ আরডিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়ম ও ভাগাভাগি করে নেয়ার ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন। একই সঙ্গে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আরডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার আহŸান জানিয়েছেন। এছাড়া ঢালাওভাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নামে পাঠানো উকিল নোটিস প্রত্যাহার ও আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়েছে। অন্যথায় রাজশাহীর সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ