বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়ি হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই গ্রামের হাবিবুল্লা সহ তার ভাই ও মা গুরুত্ব জখম হয়। হামলাকারীরা হাবিবুল্লার ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে বসত বাড়ির ব্যাপক ক্ষতি সাধণ করে। গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ১নং কাটাবাড়ী গ্রামের হাবিবুল্লার সহিত ওই গ্রমোর লেবু মিয়ার ছেলে পাশা মিয়া, হানিফ, বাবু, বাহাদুর, মৃত হাতেম আলীর ছেলে ইউসুফসহ তার চাচা ও চাচাতো ভাইদের সহিত জমি জমা নিয়ে মতবিরোধ চলছিলো। এক পর্যায়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পাশা গংরা স্বশস্ত্র ভাবে সংঘবন্ধ হয়ে হাবিবুল্লার বসত বাড়িতে হামলা চালায়। তারা তার বসতবাড়ির জানালা দরজা ভাঙচুর করে। তারা হাবিবুল্লার ব্যবহৃত মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা হাবিবুল্লা, তার ভাই ও মাকে বেধম মারপিট করে। গুরুত্ব আহত হাবিবুল্লাহ ও তার ভাই বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় হাবিবুল্লার স্ত্রী রোমানা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই ফনি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।