বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি বিএইচ হারুন বলেছেন, দেশের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোটের বিকল্প নেই। আগামী নির্বাচনের জন্য আ’লীগ প্রস্তুত, এজন্য জননেত্রী শেখ হাসিনা সকল নেতাকর্মীদেরকে আ’লীগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে অনুপ্রাণীত করে বিপুলভোটের মাধ্যমে আ’লীগকে জয়ী করে আবার সরকার গঠন করবে। নির্বাচনের পূর্বে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মাসেতু দিয়ে যাতায়াত করবে উল্লেখ্য করে এমপি হারুন আরও বলেন, দেশের প্রত্যন্ত এলাকায়ও স্কুল, মাদ্রাসা, কলেজ প্রতিষ্ঠা এবং রাস্তাঘাট, ব্রিজ কলভার্ট নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করে বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের সেই নির্বাচনেই আসতে হবে, এর কোন বিকল্প নেই। কারণ তারা নয়াপল্টনে বিভিন্ন সময় নানা আন্দোলন কর্মসূচির ঘোষণা দিলেও তৃনমূল পর্যায়ে আন্দোলনের কোন প্রভাব নেই। গতকাল শুক্রবার বিকেলে অডিটোরিয়ামে উপজেলা আ’লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব মন্তব্য করেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. সঞ্জীব কুমার বিশ^াস, অ্যাড.খায়রুল আলম সরফরাজ, নাসরিন সুলতানা মুন্নি, আফরোজা আক্তার লাইজু, নুরুল ইসলাম খলিফা, ফখরুল ইসলাম খান, মোস্তফা কামাল সিকদার, আব্দুল মালেক, নাজনীন পাখি, জুলফিকার আলী, রফিকুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম খসরু, সিরাজুল ইসলাম দুলাল, আলমগীর খান, ফারুক ক্বারী, মাসুম বিল্লাহ রনি বিশ^াস, দেলোয়ার খলিফা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।