বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোঃ সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : বান্দরবানে পাহাড়ি ঢলে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বালু বোঝাই ট্রাকটি বান্দরবান রোয়াংছড়ি সড়কে খান সামা পাড়া এলাকায় ব্রিজের উপর উঠলে পাঠাতন ভেঙ্গে ধসে পড়ে। ফলে বান্দরবানের সাথে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্রিজটি বান্দরবান-রোয়াংছড়ি সড়কে বি.জি.বি অফিস সংলগ্ন খান সামা পাড়া এলাকায়। সাম্প্রতিক কালে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ হয়ে ব্রিজটি পাশের মাটি দেবে যায়।
এদিকে বান্দরবান সড়ক বিভাগ ও বি.জি.বি ব্রিজটি পুনরায় চালু করতে কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে একই সড়কে হদা বাবুর ঘোনা এলাকায় একটি বেলি ব্রিজ পানিতে ডুবে যাওয়ায় দুদিন ধরে যান চলাচল বন্ধ ছিল। পানি নেমে যাওয়ার পর গত বুধবার থেকে সড়কটিতে যান চলাচল শুরু হলে গতকাল শুক্রবার ব্রিজটি ভেঙ্গে পড়ায় সড়কটি আবার বন্ধ হয়ে যায়।
অপর দিকে বান্দরবান নিচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে। গত ২৪ ঘন্টায় সাঙ্গু মাতামুহুরী ও বাকখালী নদীর পানি কমেছে। বান্দরবানের সাথে রাঙ্গামাটি ও থানছি উপজেলার সাথে সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে পাহাড় ধসের কারণে রুমা উপজেলার সাথে এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আশ্রয় কেন্দ্র গুলোতে কিছু সংখ্যক মানুষ এখনো রয়ে গেছে। জেলা প্রসাশন এর পক্ষ থেকে সাতটি উপজেলায় ৩৫ মেঃ টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে। জেলা প্রশাসক জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে লামা ও নাইক্ষংছড়ি উপজেলায়। বুধবার নাইক্ষংছড়ির ঘুমধুম এলাকায় পাহাড় ধসে একজন নারি নিহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।