Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকের ভালবাসায় ডি এ তায়েব

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এবারের ঈদে জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের প্রায় দুই ডজন নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। নাটকগুলোতে ডি এ তায়েবের ভিন্ন ভিন্ন ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় দর্শক বেশ উপভোগ করেন। প্রচার হওয়ার পর তিনি ফোনে এবং ফেসবুকের মাধ্যমে দর্শকদের ব্যাপক প্রতিক্রিয়া পাচ্ছেন। এবার ঈদে তার প্রচারিত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে চ্যানেল আইতে দেশের নায়ক, এটিএনে বুকে তার চন্দনের গ্রাণ, বৈশাখিতে সেই তুমি এলে, ভালোবাসার দুই ভুবন এবং পানি বাবা, এশিয়ান টিভিতে নাটক শূন্যতা। ডি এ তায়েব বলেন, আজকের এই ডি এ তায়েব দর্শকের সৃষ্টি। তাদের ভালবাসাই ডি এ তায়েবের পথচলা। আমি সবসময়ই চেষ্টা করেছি আমার অভিনয় দিয়ে তাদের ভালবাসাকে মূল্যায়ণ করছি। এবার তাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা অভূতপূর্ব। আমাকে আরও দায়িত্বশীল এবং ভাল কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে। আমি তাদের এ ভালবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ