রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হবার ঘটনা ঘটেছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী সোনার তরী পরিবহনের যাত্রীবাহী বাস আলমখালী বাজার এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্স এর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অজ্ঞাত এক জন ও হাসপাতালে নেয়ার পর হাবিবুর রহমান নামে অপর একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ২০ জনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে ১২ জনকে ভর্তি করা হয়। বাকীদের চিকিৎসা দেয়া হয়। আহতদেও মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।