রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : দুই লক্ষ টাকা যৌতুক না দেয়ায় পিটিয়ে স্ত্রীকে জোরপূর্বক বিষ পান করালো পাষন্ড স্বামী। গত ২৯ জুন রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার বিউটি আক্তারের বড় ভাই শাহজালাল বাদী হয়ে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার সাহাপুর গ্রামের মৃত বুরুজ মিয়ার কন্যা বিউটি আক্তারকে একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল্লাহ খন্দারের পুত্র মোঃ মুসা খন্দকারের সাথে শরাশরিয়ত অনুযায়ী বিয়ে হয়। বিয়ের সময় পাত্র পক্ষের দাবী অনুযায়ী মুসাকে নগদ ৪ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র সহ ৮০ হাজার টাকার মালামাল যৌতুক হিসেবে প্রদান করা হয়। ঘটনার দিন সকাল ১১টায় বিউটি আক্তার তার ভাইকে মোবাইল ফোনে স্বামীর বাড়ীতে ডেকে নেয়। সে দিনই মুসা খন্দকার বিদেশ যাবার কথা বলে বিউটি আক্তারের নিকট ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। বিউটি অপারগতা প্রকাশ করলে স্বামী মুসা খন্দকার তার পিতা শহিদুল্লাহ, মা শেফালী বেগম এবং তাজুল ইসলাম ও নুরুজ্জামানের সহযোগিতায় বিউটিকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গেলে সকলে মিলে তাকে টানা হেচরা করতে থাকে। এ অবস্থায় বিউটি আক্তার নিস্তেজ হয়ে পড়লে স্বামী মুসা খন্দকার শরবতের কথা বলে শরবতের সাথে বিষ মিশিয়ে জোরপূর্বক মুখ হা করিয়ে শরবত নামীয় বিষ তার গলার ভিতর ঢেলে দেয়। এ অবস্থায় বিউটি আক্তার যন্ত্রনায় চিৎকার করতে থাকলে ঘটনাস্থলের অদূরে উপস্থিত তার ভাই শাহ জালালসহ অন্যান্য স্বাক্ষিরা তাকে দ্রæত হাসপাতালে নিয়ে যায়। বিউটিকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।