Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানির বিচার চাওয়ায় ফের হামলা

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসার সময় ৩ বখাটে যৌন হয়রানী করার বিচার দাবি করায় ফের হামলা চালিয়েছে বখাটেরা। এনিয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ অভিবাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের শিক্ষক অভিবাবক ও গ্রামবাসী জানায়, গত বুধবার সকালে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে এলাকার ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধার ছেলে রিফাত হোসেন মিঠু, ইউপি সদস্য মন্টু সিকদারের ছেলে রানা সিকদার ও তাদের বন্ধু সাইদুল সিকদারের ছেলে রিয়াজ সিকদার যৌন হয়রানী করে। আর এসময় গ্রামবাসী এগিয়ে আসলে তারা তাকে ছেড়ে দেয়। কিন্তু বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে স্কুল হলরুমে সালিশ বসে। কিন্তু সালিশ শেষে ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার মা বাড়ি ফেরার পথে বখাটেরা তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক পাইক বলেন, আমার স্কুলের ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়ে সালিশ বসলে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধা সালিশ বৈঠকে আমাকে চরম ভাবে হুমকি দেয় এবং এ সময় তার সমর্থকরা কয়েকটি চেয়ারও ভাঙচুর করে। অপরদিকে সেই ছাত্রী ও তার মা বাড়ি ফেরার সময় পথিমধ্যে তাদের ওপর ফের হামলা চালানো হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম মৃধা বলেন, আমার ছেলের আমি জনসম্মুখে বিচার করেছি। আর পরে যে হামলার ঘটনা সেখানে আমার ছেলে ছিলাম না। ইউএনও শেখ হাফিজুর রহমান সজল বলেন, এ ধরনের ঘটনার কোন মিমাংসা নেই। যৌন হয়রানীর ঘটনা ঘটলে তার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ