বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মো. ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করেছে পুলিশ। উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভোর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে বসে বৈঠক করছিলো। এই গোপন বৈঠকে জেলা ও সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত আমীর, সেক্রেটারি ও রোকনরা মিলিত হয়। খবর পেয়ে পুলিশ মসজিদের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর ও থানা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করা হয়।
তিনি আরো জানান, নাশকতা কর্মকাণ্ড ঘটানোর লক্ষে জামায়াত নেতারা গোপনে এ বৈঠক করছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জামায়াতের আরো নেতাকর্মীদের আটক করতে পুলিশ উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মো. ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করেছে পুলিশ। উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভোর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে বসে বৈঠক করছিলো। এই গোপন বৈঠকে জেলা ও সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত আমীর, সেক্রেটারি ও রোকনরা মিলিত হয়। খবর পেয়ে পুলিশ মসজিদের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর ও থানা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করা হয়। তিনি আরো জানান, নাশকতা কর্মকাণ্ড ঘটানোর লক্ষে জামায়াত নেতারা গোপনে এ বৈঠক করছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জামায়াতের আরো নেতাকর্মীদের আটক করতে পুলিশ উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।