Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ৩:৩৪ পিএম

কুমিল্লায় লরিচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম ফোরলেন সড়কের লহিপুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মাওলানা ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) ও মনির হোসেন (৩৬)। মনির পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইকরাম হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে জেলার বরুড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি থানার পাশে সড়কে উঠার সময় ঢাকাগামী একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মাহমুদা আক্তার ও তার ছেলে আরশাদ মারা যায়। পরে দ্রুত আহত অবস্থায় ইকরাম ও অটোরিকশার চালক মনির হোসেনকে উদ্ধার করে স্থানীয় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১২টার দিকে মনির মারা যান।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অটোরিকশাটির চালক কোনো প্রকার সিগন্যাল ছাড়াই হঠাৎ সড়কে উঠে রাস্তা প্রদক্ষিণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ