Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১০, মহাসড়কে যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:৩১ পিএম | আপডেট : ৪:১৩ পিএম, ৭ জুলাই, ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ছয়দানা ও মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক মহাসড়কের ছয়দানা নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে ছেড়ে আসা পরপর দুটি ট্রাকের সংঘর্ষ হয়। তিন ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারসহ ৪জন আহত হয়।

অপরদিকে সকাল সোয়া নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাসের মা সিএনজি পাম্প এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে গেলে কমপক্ষে আট যাত্রী আহত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুরে গোড়াই হাইওয়ে, থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ