বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া পুলিশের অভিযান এক পর্যায়ে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন, দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের আসলাম (৩৭), মোহাম্মদ আলী (৩০), বাবু হুজুর (২৮) ও পুঠিয়ার ধাদাশ গ্রামের আবুল কাশেম রোকন (৩৮)।
রাজশাহী জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এরা নব্য জেএমবির সদস্য বলে তথ্য রয়েছে। তাদের থানায় আটক রাখা হয়েছে। তবে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।