Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাকেটের উপরের অংশে থাকবে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তামাকপণ্যের প্যাকেট ও কৌটার উপরিভাগেই সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। ফলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত ব্যবহার বিধিমালা, ২০১৫ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে যাচ্ছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সব তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের অন্যূন শতকরা ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করতে হবে। ওই তারিখের পর থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগের ৫০ শতাংশ জায়গা জুড়ে স্বাস্থ্য সর্তকবাণী ব্যতীত কোনো তামাকজাত দ্রব্য বিক্রয় ও বাজারজাত করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের বিধান লঙ্ঘন করলে অনুর্ধ্ব ৬ মাস বিনাশ্রম কারাদন্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার বা বার বার একই অপরাধ করলে পর্যায়ক্রমে দন্ড দ্বিগুণ হবে। এর আগে ২০১৬ সালের ১৬ মার্চ তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার নিম্নভাগের অন্যূন শতকরা ৫০ শতাংশ জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী মুদ্রণ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ১৬ মার্চে এই সংক্রান্ত প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।
তামাকবিরোধী আন্দোলন কর্মীদের অব্যাহত প্রচেষ্টা এবং গণমাধ্যম বিশেষ করে অ্যান্টিটোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মার জোরালো অবস্থান এই গুরুত্বপূর্ণ অর্জনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এনটিসিসির ইতিবাচক ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাকবিরোধী কর্মীদের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ১০ ধারা অনুযায়ী সব তামাকজাত পণ্যের প্যাকেটের উপরের অংশে ৫০ শতাংশ জায়গায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের বিধান রয়েছে। তবে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিসিএমএ) হস্তক্ষেপের কারণে তামাকপণ্যের প্যাকেটের নিম্নভাগে ৫০ শতাংশ স্থানে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের সাময়িক অনুমতি দিয়েছিল আইন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৬ মার্চ এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ