Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়লার পরিদর্শন অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়ন করবে অ্যাকর্ড

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গাজীপুরের মালটিফ্যাবসের বয়লারে ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ‘বয়লার পরিদর্শন’ নিজেদের পরিদর্শন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করবে ইউরোপী ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার এমনটি জানিয়েছে অ্যাকর্ড কর্তৃপক্ষ।
বিবৃতিতে অ্যাকর্ড বলেছে, ২০১৪ ও ২০১৫ সালে তারা মালটিফ্যাবসের অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত বিষয়ে প্রাথমিক পরিদর্শন করে। পরিদর্শনের পর অ্যাকর্ডের প্রকৌশলীরা কারখানার বয়লার কক্ষটিকে ফায়ার সেপারেশন বা সুরক্ষিত করার সুপারিশ করে, যাতে এখানে আগুন লাগলে তা অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। গত বছরের ২৬ অক্টোবর ফলোআপ পরিদর্শনে তারা দেখেন, কারখানা কর্তৃপক্ষ সুপারিশ অনুযায়ী কাজ করেছে। অ্যাকর্ড বলেছে, বয়লার বিস্ফোরণ রোধে কেবল ফায়ার সেপারেশন কার্যকর নয়। তাই এ ঘটনার আলোকে অ্যাকর্ড মূল্যায়ন করে দেখবে, বয়লার পরিদর্শনকে তাদের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কি না।
গত সোমবার মালটিফ্যাবসে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত হন। বিস্ফোরণের পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ছাড়পত্র ছাড়াই বয়লারটি চালাচ্ছিলেন। এমনকি ডাইং সেকশনের শ্রমিকেরা দুর্ঘটনা আঁচ করতে পারলে তাঁদের কিছু হয়নি বলে কাজে ফেরত পাঠান বয়লার অপারেটররা। এ ঘটনায় পুলিশ নিহত তিন শ্রমিকসহ ৮-১০ জন অজ্ঞাতব্যক্তির নামে মামলা করেছে। তবে সেই মামলায় কারখানা কর্তৃপক্ষের কাউকে আসামি করা হয়নি। দুর্ঘটনার পরদিন অ্যাকর্ডের প্রকৌশলীদের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা একটি প্রতিবেদন তৈরি করবে। এতে দুর্ঘটনার দিন কী ঘটেছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ কী এবং কী ধরনের সংস্কার বা সংশোধনী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হবে বলে জানায় ইউরোপীয় ক্রেতাদের এই জোট। অ্যাকর্ড দাবি করেছে, বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত শ্রমিকদের অবস্থা ও তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়টি তদারকি করবে। এ ছাড়া তারা আশা প্রকাশ করেছে, মালটিফ্যাবসের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্র্যান্ড ও কারখানা মালিকপক্ষ বয়লার বিস্ফোরণে নিহতের পরিবার ও আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেবে। আর সেটি হতে হবে রানা প্লাজা ধসের পর যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ