Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোটারি বাংলাদেশের নতুন গভর্নর এফ এইচ আরিফ

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কর কমিশনার এফ এইচ আরিফ আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮১) বাংলাদেশের নতুন রোটারি গভর্নর নির্বাচিত হয়েছেন। গত ১ জুলাই থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭-১৮ বর্ষে ২০৪টি রোটারি ক্লাবসহ ২২২টি রোটার‌্যাক্ট ক্লাব, ৭৯টি ইন্টার‌্যাক্ট ক্লাব, ২৫টি আর্লি অ্যাক্ট ক্লাব, ৩৫০টি রোটারি কমিউনিটি কোর এবং বহু সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারীত্বের মাধ্যমে সমাজসেবা ও সমাজ উন্নয়নে অবদান রাখতে দেশব্যাপী কর্মব্যস্ত রোটারি নেতাদের নেতৃত্ব দিবেন।
আরিফ ১৯৮৭ থেকে রোটারির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত এবং ১৯৯৪-৯৫ বর্ষে রোটারির যুব সংগঠন রোটার‌্যাক্টের নির্বাচিত বাংলাদেশ প্রধানের দায়িত্ব নির্বাহ করেন। তিনি বিসিএস (ট্যাক্স সেশন) ক্যাডারে কর কমিশনার পদে কমর্রত, বিসিএস (ট্যাকসেশন) এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন অ্যালামনাইয়ের মহাসচিবসহ বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (স্বাস্থ্য) ও অন্যান্য সামাজিক সংগঠনের গুরত্বপূর্ণ দায়িত্বে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ