বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরের তিনটি সরকারি প্রতিষ্ঠান আকষ্মিক পরিদর্শনে কর্মকর্তাদের উপস্থিতি ও সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মোহাম্মদ নাসির উদ্দিন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ১২টার দিকে যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বিআরটিএ অফিস পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে তিনি বিআরটিএ-এর সহকারী পরিচালক মেজবাহ উদ্দিনকে তার দফতরে পাননি।
দুদক কমিশনার এসময় হাজিরা খাতার স্বাক্ষর, অনুপস্থিতি ও সিটিজেন চার্টার না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি পাশের ভূমি অফিসে যান। সেখানে গিয়েও ভূমি কর্মকর্তা, রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের কক্ষে পাননি। এ প্রতিষ্ঠানের হাজিরা খাতার স্বাক্ষর, অনুপস্থিতি ও সিটিজেন চার্টার না থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে সকাল পৌনে ১০টার দিকে সার্কিট হাউজ থেকে বের হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান দুদক কমিশনার। তিনি জরুরি বিভাগ, মডেল ওয়ার্ড ঘুরে হাসপাতাল তত্ত¡াবধায়কের কক্ষে যান। এসময় কক্ষ থেকে সংবাদকর্মীদের বেরিয়ে যেতে অনুরোধ করেন তত্ত¡াবধায়ক। প্রায় ১৫ মিনিট বৈঠক শেষে কক্ষ থেকে বের হন দুদক কমিশনার। চলে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘হাসপাতালের অবকাঠামো সমস্যা রয়েছে। কর্তৃপক্ষ নিজে থেকে স্বীকার করেছে দালালের তৎপরতার কথা। ’পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুদকের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।