বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : চেক প্রতারনা মামলায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সদ্য অবসরপ্রাপ্ত নাজির দ্বীন মোহাম্মদকে ১ বছর কারাদন্ড ও ১২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান। গত বুধবার বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
দ্বীন মোহাম্মদ নগরীর উপকন্ঠ জাগুয়া গ্রামে তার বাড়ি ১৭ লাখ টাকায় বিক্রির জন্য ২০১৫ সালের ১৭ মার্চ জনৈক মোস্তফা কামাল ফারুকের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে দ্বীন মোহাম্মদ ওই বাড়ি অন্য লোকের কাছে বিক্রি করেন। এ প্রেক্ষিতে মোস্তফা কামাল টাকা ফেরত চাইলে তাকে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করেন দ্বীন মোহাম্মদ। কিন্ত সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব নম্বরে ওই পরিমান টাকা না থাকায় চেকটি ব্যাংক থেকে প্রত্যাখাত হয়। এ ঘটনায় মোস্তফা কামাল বাদী হয়ে দ্বীন মোহাম্মদের বিরুদ্ধে চেক প্রতারনা মামলা দায়ের করলে সাক্ষ্য গ্রহন ও উভয় পক্ষের অনিজীবীদের সাওয়াল জওয়াব শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।