বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলী নশিপুরের ছোটইটালী গ্রামে স্কুলছাত্র আল আমিন হত্যাকান্ডের সঙ্গে জড়িত নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান হবিবর রহমান ও তাঁর পুত্র আব্দুল হামিদসহ জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতবুধবার অলেদার বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আবু জাফর কাজল, আব্দুল কুদ্দুস, সাজেদুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুল জলিল, আব্দুস সালাম, মাসুম মিয়া, সমাজসেবক মোখলেছুর রহমান, মামুনুর রশিদ, আনিছার রহমান, আব্দুর রশিদ, সোহেল কবিরাজ, রানা ফকির, নিহত আল আমিনের পিতা আমজাদ হোসেন, আবেদ আলী মেল্লা’সহ এলাকার শতশত নারী-পুরুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য বজলার রহমান দোলা, বলেন, প্রধান আসামী সাবেক চেয়ারম্যান হবিবর রহমান প্রাং ইতি পূর্বেও একটি হত্যা কান্ড ঘটিয়াছিল। এনিয়ে সে ২টি হত্যা কান্ড ঘটালো। ফলে তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহত আল আমিন বাগবাড়ী কেএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। নশিপুর ছোটইটালী মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন মন্ডলের পুত্র। আল আমিন গত ৩০জুন শুক্রবার পূর্বশত্রæতার জেরধরে বাড়ীরাস্তা’কে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।