Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ’লীগ-বিএনপিসহ এক ডজন প্রার্থী মাঠে

সিংড়ায় বইছে নির্বাচনী হাওয়া

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ার হোসেন আলীরাজ, সিংড়া, (নাটোর) থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর বাকি। ইতোমধ্যে নাটোরের সিংড়া (৩) আসনে বইছে নির্বাচনী হাওয়া। আ’লীগ-বিএনপিসহ সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা-সেমিনারে যোগ দিয়ে নিজেদেরকে যোগ্য প্রার্থী হিসেবে সাফাই গাইছেন। এদিকে নিজেকে সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করতে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অপরদিকে বিকল্পধারার কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান খোকন রাজনীতি থেকে অবসরে যাওয়ার কারনে নাটোর এনএস কলেজের সাবেক ভিপি রকিব উদ্দিন আগামী সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী হতে ইচ্ছুক।
তাছাড়া আ’লীগ-বিএনপি, বিকল্পধারা ও জাতীয় পার্টিসহ প্রায় এক ডজন প্রার্থী নিজেদের অবস্থান থেকে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী এ্যাড.জুনাইদ আহমেদ পলক। তার কোন বিকল্প নেই। বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি শামিম আল রাজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নজরুল ইসলাম, পৌর বিএনপিসাধারণ সম্পাদক ও দমদমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন। জামায়াতে ইসলামীর জেলা আমীর বেলাল উজ-জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান, বিকল্পধারার রকিব উদ্দিন,ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান মিজান, ইসলামী আন্দোলনের মাওলানা আজিজুর রহমান ও নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মনজুর আলম হাসু তিনিও আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন। এদিকে আগামী সংসদ নির্বাচনের নিজেকে যোগ্য প্রার্থী দাবি করে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন দমদমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও পৌর বিএনপিসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু।
অপরদিকে নাটোর এনএস কলেজের সাবেক ভিপি রকিব উদ্দিন আগামী সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচন করতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। বিএনপির কয়েকজন ইউনিয়ন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিএনপির কোন প্রার্থীর পক্ষে অবস্থান নিবেন না। তবে দলীয় মনোনয়ন যিনি পাবেন তার পক্ষেই সবাই কাজ করবেন। পৌর যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদই পাবেন।
উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধুর দাবি বিএনপির প্রার্থী হিসেবে জনমত জড়িপে এগিয়ে রয়েছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অধ্যাপক শামিম আল রাজি। আ’লীগের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে স্থানীয় নেতার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। তবে তৃণমূল থেকে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তিন ভাগে বিভক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ