Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনেও জঙ্গি আস্তানার সন্ধানে দুর্গম চরাঞ্চলে অভিযান

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধায় জঙ্গি আস্তানার সন্ধানে দ্বিতীয় দিনেও গতকাল ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র-যমুনার দূর্গম চরাঞ্চলে অভিযান চালিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সকাল সাড়ে ৬টায় এ অভিযান শুরু হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের ৭০ জনের একটি দল অংশ নেয়।
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সকাল ৬ টায় ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকাযোগে ওই অভিযানের যাত্রা শুরু করে। পরে তারা ফুলছড়ি উপজেলার ফজলুপুর এবং ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, গাবগাছি, টেংরাকান্দিও খাটিয়ামাড়িসহ নদীব বেষ্টিত বিভিন্ন চর এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক জানান, জঙ্গি আস্তানার সন্ধানের পাশাপাশি তালিকাভুক্ত মামলার আসামী গ্রেফতার এবং নৌ ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চলছে। অব্যহতও থাকবে । এর আগে গত বুধবার প্রথম দিনে সকাল ৬টা থেকে শুরু করে টানা আট ঘন্টা অভিযান চালিয়ে মোল্লাচর ইউনিয়নের চরসিদাই থেকে শুক্কুর নামের এক ডাকাতকে আটক করেন তারা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ