বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো: যশোরের সাংবাদিক নেতা জাহিদুল কবীর মিল্টনকে জীবনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে যশোর কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন সাংবাদিক মিল্টন। জানা যায়, যশোর উপশহর এলাকার জাতীয় গৃহায়ন কার্যালওয়র কয়েকটি দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেন সাংবাদিক। এতে ওই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে মাসুমসহ কয়েকজন সন্ত্রাসীকে লেলিয়ে দেয়। এর আগে ২০১৫ সালের ১৯ আগষ্ট শহরের পোষ্ট অফিসের সামনে হামলার শিকার হন সাংবাদিক মিল্টন। সাংবাদিক মিল্টন ওয়ান নিউজ বিডি ডম কম এর ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডম কম এর যশোর প্রতিনিধি। তিনি প্রেসক্লাব যশোরের কয়েকবার নির্বাচিত যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সদস্য ও প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা সাংবাদিক নেতা জাহিদুল কবীর মিল্টনকে সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। ওনতৃবৃন্দ অবিলম্বে হুমকিদাতা সন্ত্রাসীদের বিরুদ্ধে সব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়েছেন প্রশাসনের কাছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।