Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা মঠবাড়িয়া থানায় লিখিত অভিয়োগ দিলেও গত তিন দিনেও থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের গার্মেন্ট ব্যবসায়ীর মেয়ে ও স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে প্রাইভেট পড়তে রওনা হয়। এ সময় বাসার নিকটবর্তী ব্রীজে ওঠার সাথে সাথে পূর্বে ওৎ পেতে থাকা আপন ফুফাত ভাই বখাটে সিয়ামুল হকসহ ৪/৫ জনের একটি দল তিনটি মোটর সাইকেল নিয়ে তার গতি রোধ করে। পরে বখাটেরা ওই ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এসময় ওই স্কুলছাত্রী চিৎকার দিলে প্রতিবেশি শিউলী রানী শিকদার ও স্কুল ছাত্রীর মা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। ওই ছাত্রী জানান, তার ফুফাতো ভাই বখাটে সিয়াম দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ভয়ে কাউকে বলতে পারিনি। ছাত্রীর মা জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়নি। বরং ওই ঘটনার পর বখাটে সিয়াম তাকে আর তার মেয়েকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তিনি আরও জানান, সিয়ামের বাড়ি পাথরঘাটার মানিকখালি হলেও আমড়াগাছিয়া মামা বাড়িতে থাকেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে সত্যতা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ