রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিক্রিকালে স্থানীয় জনতা আটক করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধান ও বই ক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির নতুন পুরাতন বই ও পরীক্ষার পুরাতন খাতা বিক্রিকালে স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল থেকে বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর আটক বইয়ের তালিকা পুস্তুত করে মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তালিকা অনুসারে ২০১৭ সালের ১০৬টি ও ২০১৬ সালের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যবহৃত পুরাতন বই ৩ হাজার ৮৫০টিসহ মোট ৩ হাজার ৯৫৬টি বই। সকল পাঠ্যপুস্তকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক, বোর্ড ঢাকা বাংলাদেশ এবং “২০১০ শিক্ষাবর্ষ থেকে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য” লেখা আছে। মামলায় আসামি করা হয়েছে শিবরাম আলহাজ মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ও বই ক্রেতা আক্কাস আলী। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের প্রতিষ্ঠানের পরীক্ষার পুরাতন খাতা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বই বিক্রির কোন সরকারি নির্দেশনা নেই। মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল জানান, বইগুলো ছাইতানতলা বাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।