Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মহাসড়কসহ খাগড়াছড়ি সড়ক

দুর্ভোগে অর্ধলক্ষাধিক গ্রামবাসী ল²ীছড়ায় ডুবে যাচ্ছে পুরাতন

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আমিনুল হক, মীরসরাই (চট্টগ্রাম) থেকে : মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের লক্ষিছরা খালের পাশ দিয়ে বয়ে যাওয়া কয়েকটি গ্রামের জনচলাচলের সড়কটি পাহাড়ি ঢলে ধ্বসে যাওয়ার পর থেকে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। গত কয়েক মাস ধরে সড়কটির সংস্কারে কেউ এগিয়ে আসেনি বলে জানায় ভুক্তভোগী এলাকাবাসী। পাউবোর নির্মিত গ্রামের ল²ীছড়া সøুইস গেটটিও এলাকায় পাহাড়ি ঢলের সময় ব্যাপক ক্ষতির কারণ বলে গ্রামবাসী জানায়। একই কারণে করেরহাট বাজার, পুরাতন মহাসড়ক, করেরহাট খাগড়াছড়ি সড়ক ও বার বার প্লাবিত হচ্ছে বলে জানায় এলাকাবাসী। পূর্ব হিঙ্গুলী গ্রামের নিয়মিত পথচারি কৃষক নুর হোসেন বলেন, রমজান শুরুর আগে আকস্মিক পাহাড়ি ঢলের পানি উপচে উঠে করেরহাট বাজার, বারইয়াহাট করেরহাট সড়ক, করেরহাট রামগড় সড়ক সহ পুরো এলাকা তলিয়ে যায়। এ সময় কয়েক দফা ভারি বর্ষণে কয়েকদিন যাবত মানুষ প্রধান সড়কে ও দুর্ভোগ পোহাতে হয়। করেরহাট বাজারে এখনো বড় বড় গর্ত তার সাক্ষি হয়ে আছে। গ্রামের অপর কৃষক নুরুল করিম জানান ল²ীছড়া ¯øুইস গেটটির মাত্র ৩টি ফটক থাকায় পানি দ্রæত সরতে না পারায় এই দুর্দশা। শুধু রাস্তাঘাট বাজারই নয়, ভ‚ঞা পাথরের কয়েকশ’ একর জমির ফসলও হয়েছে বিপন্ন। এবারের এই পাহাড়ি ঢলে তলিয়ে ফসল হানির চিহ্ন এখনো দৃশ্যমান রয়েছে ফসলের মাঠে। ল²ীছড়া খালের পাড় দিয়ে বয়ে যাওয়া পূর্ব হিঙ্গুলী ভূঞা সড়কটির বিশাল বিশাল বৃহদাংশ ধ্বসে গেছে ছরায়। এখন দীঘির নামা, পূর্ব হিঙ্গুলী, ভূঞা গ্রাম সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল ও যানবাহন যাতায়াতে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আর একটু ভেঙ্গে পড়লে কৃষক নুরুল করিম সহ আরো অনেকের বাড়ীঘর ও পতিত হয়ে যেতে পারে ল²ীছড়া খালে। গ্রামের অনেকেরই মন্তব্য ল²ীছড়া খালটির পাড়ে রাস্তার অংশে বøক স্থাপন অথবা সিসি ঢালাই হলেই রক্ষা পাবে সড়কটি। এ বিষয়ে পাউবোর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই প্রকল্পটি নিয়ে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে সরেজমিন প্রতিবেদন করা হয়েছে। ¯øুইসগেটটি সম্প্রসারণের বিষয়ে আমরা প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করবো। তবে রাস্তাটি স্থানীয় এলজিইডি বিভাগের বলে এটি তাঁদের অধীনে নয় বলে জানান। স্থানীয় এলজিইডি এর মীরসরাইয়ের উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান জানান, এবারের বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তার মধ্যে এই রাস্তাটি ও সংস্কারের প্রস্তাবনায় রয়েছে। আশা করছি প্রকল্প অনুমোদন হলেই আমরা কাজ ধরতে পারবো। তবে তিনি খালের পাড়ের প্রোটেকশানের বিষয়ে পাউবোর উদ্যোগ নেয়া প্রয়োজন বলেন মনে করেন। সব মিলিয়ে করেরহাট বাজারের জলাবদ্ধতা, কয়েকটি রাস্তা ও মাঠের ফসলহানির ক্ষয়ক্ষতি রোধ ও ল²ীছড়া খালটির গভীরতা বৃদ্ধি করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ যথাশীঘ্রই নেয়া গ্রামবাসির দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ