রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : জমিজমা নিয়ে দ্ব›েদ্বর জেরে মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাট একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ অব্দুল আজিজ সরদার (৫৪)-কে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ। আর এতে করে চরম আতঙ্কে রয়েছে তার পরিবার। আর জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কালকিনি থানায় সাধারণ ডায়েরী করেছে শিক্ষক অব্দুল আজিজ। জানা গেছে, গত ৪ জুলাই সকালে স্কুল শিক্ষক অব্দুল আজিজ সরদার পাঠদানের জন্য স্কুলে যাওয়ার সময় কালাই সরদারের চর গ্রামে পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সরদারকান্দি গ্রামের এলাহি সরদারের ছেলে আলী আহম্মদ সরদার, আলী আকবার সরদারের ছেলে মোহন সরদার, মঞ্জুর সরদার, সেলিম সরদার ও হারুন সরদারের ছেলে শওকত সরদার লোকজন নিয়ে হামলা চালায়। এসময় তার বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে হামলাকারীরা। তার চিৎকার শুনে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে। কিন্তু তাতেও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষ। তারা শিক্ষক অব্দুল আজিজ সরদারকে হত্যা করবে বলে বাড়িতে গিয়ে হুমকি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এতে ভূক্তভোগী শিক্ষক উপায়ান্তর না দেখে অবশেষে জীবন রক্ষায় আইনি সহায়তা পেতে থানায় জিডি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।