Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে জরিমানা

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুুর গ্রামে বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নদী থেকে বড় বাধ অপসারণ ও বাঁধের বাঁশ, জাল জব্দ করা হয়। ইকবাল হোসেন বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ইউএনও ছাদেকুর রহমান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বেগবতি নদীতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় বড় বাধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এরপর বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমান ও বাঁধের বাঁশ ও জাল অপসারণ করা হয়। তিনি জানান, চিত্রা, বেগবতিসহ অন্য নদীতেও এই অভিযান চালানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ