Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিদর্শনে নিজাম উদ্দিন হাজারী সোনাগাজীতে স্লইজ গেট ভেঙে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : প্রবল বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পানির স্রোতে গত রোববার উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের ৯নং স্লইজ গেইটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে লক্ষাধিক মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। গেইটটি বর্তমান অবস্থা ও পরবর্তীতে কী করণীয় তা দেখার জন্য ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কোহিনুর ও সোনাগাজী-দাগনভূঁঞা উপজেলার আ’লীগের নেতৃবৃন্দ। এ সময় নিজাম উদ্দিন হাজারী বলেন, ভেঙ্গে যাওয়া স্লইজ গেইটটি অতি স্বত্তর পুন: নির্মাণ করা হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য কয়েক দিনের মধ্যে বেইলী ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, তৎকালীন সরকার ১৯৬৫ সালে সমুদ্রের লোনা জোয়ারের পানি থেকে রক্ষা, নদী ভাঙন রোধ ও অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে সোনাগাজী উপজেলার উপক‚লীয় অঞ্চলে অন্তত ১২টি স্লইজ গেইট নির্মাণ করেন। কালের বিবর্তনে ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় সব ক’টি স্লইজ গেইট অকেজো হয়ে পড়ে। গত দুই বছর আগে চরদরবেশ ইউনিয়নের চরইঞ্জিমান নামক স্থানে একটি স্লইজ গেইট নদীগর্ভে বিলীন হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের টনক নড়েনি। ওই স্লইজ গেইট বিলীন হওয়ার কারণে গত দুই বছর যাবত অন্তত ৫টি গ্রামের হাজার হাজার ফসলী জমি অনাবাদি রয়ে গেছে। গত রোববার একই ইউনিয়নের ৯নং স্লইজ গেইটটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৌঁড়ঝাপ শুরু হয়। এলাকাবাসী জানান, ৯নং স্লইজ গেইটটি নদীগর্ভে বিলীন হওয়ার কারণে কয়েকটি গ্রামের সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ দিকে গত বুধবার বিকেলে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বিলীন হওয়া ৯ নং স্লইজ গেইটটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ