Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াইলে আমন বীজের তীব্র সঙ্কট

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইলে আমন ধানের বীজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। আমন বীজের শেষ মৌসুমে বিএডিসি‘র বীজ বাজারে না থাকায় বেসরকারি ১০ কেজি ওজনের বীজ প্যাকেট ৩৪০ টাকার মধ্যে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অকাল বন্যা আর পাহাড়ি ঢলে বোরো ফসলের ব্যাপক ক্ষতির পর কৃষকরা আমন চাষে আগ্রহী হলেও বীজ সংকট দেখা দেয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য ২১ টন বীজ ধানের চাহিদা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হলেও বিএডিসি এ পর্যন্ত ২৪ জন ডিলারের মধ্যে ৮ জন ডিলারের মাধ্যমে ১০.৯৫ টন বীজ সরবরাহ করেছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল। উপজেলার রাউতি ইউনিয়নের কৌলীগাতী গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, বিএডিসি’র বীজ বাজারে না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত মূল্যে বেসরকারি কোম্পানীর বীজ কিনতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বীজ ডিলাররা আমাদের নিয়ন্ত্রণে নেই তবে এ উপজেলায় বীজের চেয়ে জাতের সঙ্কট বেশি। কারণ এখানকার কৃষকরা ব্রি-৪৯ জাতের ধান রোপনে আগ্রহী বেশি, ফলে এ বীজে সঙ্কট দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ