Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিশালে ইয়াবাসহ আটক ৫

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ ইয়াবা বিক্রেতাকে ১৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের বাউয়ালিয়া পাড়া গ্রামে এস.আই জুবাইদুলের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বাউয়ালিয়া গ্রামের মৃত আব্দুল কদ্দুসের ছেলে ইয়াবা বিক্রেতা সুমন মিয়া (২৭) কে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় অপর ইয়াবা বিক্রেতা সদর উপজেলার শিকারী কান্দা গ্রামের মানিক মিয়া (২৫) দৌঁড়ে পালিয়ে যায়। অপরদিকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোড়াবাড়ী বাজারে এস.আই শামীম আল মামুন ও এ.এস.আই মহসিন কবীরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পোড়াবাড়ী গ্রামের মৃত সামছুল হকের ছেলে আমিনুল ইসলাম রাসেল (৩২) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও বুধবার রাত সাড়ে ১০টার দিকে ত্রিশাল পৌরসভার আব্দুল আওয়াল সুপার মার্কেটে এস.আই আনিছুর রহমান ও এ.এস.আই সোহেল রানার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় পৌর শহরের দরিরামপুর এলাকার আবুল কালামের ছেলে আকবর (২০), আলাউদ্দিনের ছেলে আল মাসুদ (২০) ও আব্দুল মোতালেবের ছেলে তারিকুল ইসলাম তারেক (২০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, আটক সুমন মিয়ার নামে ত্রিশাল থানায় মাদক আইনে ৪টি মামলা রয়েছে। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, আটককৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে পৃথক মামলা রজু করা হয়েছে। তিনি আরো জানান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ