রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গোবিন্দগঞ্জে পান্না বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের আমিনের ভিটা গ্রামের আবুল কালামের বাড়ী থেকে তার স্ত্রী পান্নার বেগমের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পান্নার শ্বশুড় আব্দুস সোবাহান জানান, মাত্র ৩ মাস পূর্বে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ গ্রামে কামাল মিয়ার কন্যা পান্না বেগমের সাথে তার পুত্র কালামের বিয়ে হয়। কোন পারিবারিক কলহ ছিল না। গতরাতে খাওয়া শেষে নিজ ঘরে স্বামীর সাথে শুয়ে পরে। রাতে কোন এক সময় পান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামী কালাম পলাতক রয়েছে।
পিতা-মাতার কলহে আত্মহত্যা
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে পিতা-মাতার দাম্পত্য কলহ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই দম্পতির পুত্র ৯ম শ্রেণির স্কুলছাত্র আহসান হাবীব (১৫)। গ্রামবাসীরা জানিয়েছেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আনারুল ইসলাম দম্পতির মধ্যে দীর্ঘ দিন থেকে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে খাবারের সময় আহসান হাবীবের বাবা আনারুল ইসলাম ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পিতা-মাতার মধ্যে ঝগড়া-ঝাটির একপর্যায়ে আহসান হাবীব অভিমান করে ঘরের বাইরে চলে যায়। দীর্ঘ সময়েও সে ফিরে না এলে তার মা বাইরে এসে আঙ্গিনায় আম গাছে ঝুলন্ত অবস্থায় তার ছেলের লাশ দেখতে পায়। সে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।