Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটির গর্তে লুকিয়ে রাখা আদম ব্যবসায়ী ১৯ দিন পর উদ্ধার

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই গ্রামের আদম ব্যবসায়ী শুকুর মামুদকে (২৭) অপহৃত হওয়ার ১৯ দিন পর ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের অর্জুনখিলা গ্রাম থেকে হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করলো ফুলপুর থানা পুলিশ। জানা যায়, শাকুয়াই গ্রামের আমজাদ হোসেনের পুত্র শুকুর মামুদ খিলা গ্রামের লিটনের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কথা বলে কয়েকজনের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা নেয়। পরবর্তীতে কোনো লোককেই বিদেশে না পাঠিয়ে টালবাহনা করতে থাকে। এক পর্যায়ে লিটন বন্ধু রাসেলের মাধ্যমে খবর দিয়ে শুকুর মামুদকে ফুলপুরের অর্জুনখিলা গ্রামে তার বাড়িতে আনে। ওই দিনই লিটন শুকুর মামুদকে হাত-পায়ে শিকল বেঁধে তার বাড়ির হাঁসের খামারে গর্ত খুঁড়ে উপরে বাঁশের খাটকি দিয়ে আবদ্ধ করে রাখে। অবশেষে ফুলপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে লিটনের বাড়িতে অভিযান চালায়। ততক্ষণে শুকুর মামুদকে গর্ত থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই পর্যায়ে পুলিশ লিটনের ঘর থেকে শুকুর মামুদকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এর আগেই পুলিশ আসার বিষয়টি আঁচ করতে পেরে লিটন বাড়ি থেকে সরে পড়ে। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আলী আহাম্মেদ মোল্লা জানান, দুই আদম ব্যবসায়ীর মধ্যে দ্ব›েদ্বর ফলে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ