Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১:০৩ পিএম

সিলেটের ওসমানীনগরে শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার মহেলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ইসকন্দর আলী (৬০)। তিনি উপজেলার বুরুঙ্গা ইউপির আনোয়ারপুর গ্রামের বাসিন্দা। অপর দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওসমানীনগরের ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস একটি অটো রিকশাকে (সিএনজি) অভারটেক করতে গিয়ে সেটিকে চাপা দেয়।

এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুজন। আহত ৪জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় আরেকজন মারা যায়।

দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় বিশ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ও তাজপুর ফায়ার ব্রিগেডের টিম লিডার মজনু মিয়া সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ