বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : প্রায় ৮০ঘন্টা পরে বরিশাল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের বিকল দুটি সুইচিং ইউনিট গতকাল দুপুরে পুনরায় সচল হয়েছে। বিটিসিএল-এর বরিশাল টেলিকম বিভাগের বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষনিক অনলাইন যোগাযোগের মাধ্যমে এক্সেঞ্জ দুটি সচল করতে সক্ষম হন। ফলে প্রায় ৫হাজার টেলিফোন গ্রাহকের ৮০ঘন্টার বিড়ম্বনা থেকে মূক্তি মিলেছে।
গত রোববার প্রত্যুশে বরিশাল ডিজিটাল টেলিফোন এক্সঞ্জের ২১ ও ৭১ দিয়ে শুরু চীনা দুটি সুইচিং ইউনিট বিকল হয়ে পড়ে। এসব টেলিফোন এক্সেঞ্জের ওয়ারেন্টী পিরিয়ড অনেক আগেই শেষ হয়ে যাবার পাশাপাশি চীনা সরবারহকারী প্রতিষ্ঠানের সাথে স্পেয়ার্স সহ সার্ভিসিং-এর কোন চুক্তি না থাকায় বিটিসিএল চরম বিপাকে পড়ে। ফলে স্থানীয় প্রকৌশলরা রবি ও সোমবার শুধু অন্ধকারে হাতরিয়েছেন। ঢাকায় প্রশিক্ষনে থাকা বিভাগীয় প্রকৌশলী সোমবার সন্ধায় বরিশালে ছুটে এসে এক্সেঞ্জ দুটি মেরামতির কাজ শুরু করেন। পাশাপাশি চীনা সরবারহকারী প্রতিষ্ঠানের সাথেও অন লাইনে যোগাযোগ শুরু করা হয়।
বিভাগীয় প্রকৌশলী তার নিজস্ব মেধা দিয়ে সহকর্মীদের নিয়ে সরবারহকারী প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে গতকাল দুপুরেই প্রায় ৭হাজার লাইনের দুটি এক্সেঞ্জ সচল করতে সক্ষম হন। তবে বরিশাল ডিজিটাল টেলিফোন এক্সঞ্জের ৩টি সুইচিং ইউনিটই ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পাশাপাশি সরবারহকারী প্রতিষ্ঠানের সাথে স্পেয়ার্স ও সার্ভিসিং-এর কোন চুক্তি না থাকার কারনেও এসব এক্সেঞ্জ আগামীতেও যেকোন সময় পুনরায় বিকল হয়ে পড়তে পারে বলে শংকিত বিটিসিএল-এর কারিগরি বিশেষজ্ঞগন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।